প্রেমিকার টাকায় বিশ্ববিদ্যালয়ের খরচ চালিয়ে লাপাত্তা প্রেমিক

দুই বছর ধরে প্রেমিকার টাকায় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে লাপাত্তা হয়েছেন প্রেমিক। তাই বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন প্রেমিকা।

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ধল্লা ইউনিয়নের গাজিন্দা এলাকায় অনশনের এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রেমিকের নাম হাসিব। গাজিন্দা এলাকার আব্দুল মান্নানের ছেলে তিনি। তিনি গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র।

Daraz
ওই তরুণী বলেন, হাসিবের সঙ্গে ফেসবুকে আমার পরিচয়। সেখান থেকে প্রথমে বন্ধুত্ব এবং পরে প্রেমে গড়ায় সম্পর্ক। পরে গেল দুই বছরে আমার কাছ থেকে পড়াশোনা বাবদ সাড়ে ৩ লাখ টাকা নেয় হাসিব। পড়াশুনা শেষ করেই আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দেয় সে। আমাকে হাসিব কক্সবাজারে নিয়ে যায়। সেখানে একটি হোটেলে ওঠেন স্বামী-স্ত্রী পরিচয়ে তিন দিন থাকি। প্রায় ২০ দিন আগে হাসিব ফের আমাদের বাড়িতে আসলে পরিবারের লোকজনরা জেনে ফেলে। খুব শিগগিরই আমাকে বিয়ে করে বাড়ি তুলবে বলে জানালে তাকে ছেড়ে দেন আমার অভিভাবকরা। এরপর থেকে মোবাইল ফোন বন্ধ করে লাপাত্তা হয়ে যায় হাসিব। কোনো উপায় না পেয়ে হাসিবের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশনে বসেছি।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত হাসিবের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

radhuni
এ বিষয়ে হাসিবের মা বলেন, ওই মেয়েকে নিয়ে হাসিব একটু ঘুরাফেরা করেছে। তাই বলে ওই মেয়েকে বউ করে ঘরে তোলার কোনো প্রশ্নই আসে না।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই তরুণীর এক অভিভাবক বলেন, বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে শারীরিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে হাসিব। এই মেয়েকে এখন অন্যত্র বিয়ে দেওয়া কঠিন হয়ে পড়বে। এ ঘটনার সর্বোচ্চ বিচার দাবি করছি।

ADVERTISEMENT

এসব বিষয়ে জানতে চাইলে ধল্লা পুলিশ ক্যাম্পের এএসআই আমজাদ হোসেন বলেন, ওই মেয়ে বাড়ি উঠার পর ৯৯৯ এ কল করে হাসিবের মামা। পরে সেখান থেকে মীমাংসার লক্ষে মেয়েকে ক্যাম্পে নিয়ে আসা হয়। উভয় পরিবারের মুরুব্বিদের সঙ্গে আলাপ আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এসব বিষয়ে লিখিত অভিযোগ পেলে অবশ্যই যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

About admin

Check Also

১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছে ছেলে, আবেগে কাঁদলেন ক্লিনার বাবা

মাত্র ১২০ টাকা খরচে ছেলের চাকরি হয়েছে পুলিশ প্রশাসনে। এভাবে ছেলের চাকরি হওয়ায় আনন্দে আবেগাপ্লুত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *