শিবচরে সড়ক দুর্ঘটনায় আহত ৯ জনকে ঢামেকে ভর্তি

মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে নারীসহ ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে দুই জনকে মৃত অবস্থাতেই নিয়ে আসা হয়। আনুমানিক ৬০ ও ২৫ বছর বয়সী ওই দুই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
রোববার (১৯ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে অ্যাম্বুলেন্স যোগে তাদেরকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসা হয়।
আহতরা হলেন- বাসযাত্রী ফয়সাল আহমেদ (৩৬), আ. হামিম (৫০), বদরুদ্দোজা (৩০), পঙ্কজ কান্তি ঘোষ (৪০), ঝুমা (৩৪) ও বুলবুল আহমেদ (৫০)।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, এখন পর্যন্ত ৯ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আনার সঙ্গে সঙ্গে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বাকি ৫ জনের মধ্যে ৩-৪ জনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
রোববার সকালে মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে থেকে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

About admin

Check Also

১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছে ছেলে, আবেগে কাঁদলেন ক্লিনার বাবা

মাত্র ১২০ টাকা খরচে ছেলের চাকরি হয়েছে পুলিশ প্রশাসনে। এভাবে ছেলের চাকরি হওয়ায় আনন্দে আবেগাপ্লুত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *